• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

জীবন—একটা জঞ্জাল

SatoruGojoX l

Favoured Frenzy
Chat Pro User
1/ কেউ বলে দেয় না যে বড় হওয়া মানে আসলে Google করা আর YouTube দেখে বেঁচে থাকা, যতক্ষণ না সব শেষ হয়ে যায়।

2/ সব রেসিপি লেখে "নুন স্বাদমতো"—Sir , আমি কি শেফ? একটা সংখ্যা দিন, না হলে এই তরকারিটা হুগলি নদী বানিয়ে ফেলব!

3/ "মরার পর ঘুমাবে"—এই ডায়লগ শুনতে শুনতে এমন অবস্থা যে সকালে উঠে মনে হয় জন্ম থেকেই ঘুম কম ছিল!

4/ ছোটবেলায় ভাবতাম বড় হলে যখন খুশি কেক খেতে পারব। এখন খেলে acidity হয় আর ওজন বাড়ার ভয় ঘুম কেড়ে নেয়।

5/ বাড়িতে ১৪টা চার্জার আছে, কিন্তু ফোনের জন্য ঠিকঠাক একটা নেই!

6/ ফ্রিজ থেকে মাংস বের করলাম রান্না করব বলে… তারপর দেখি ওটা গেছে আর আমি Swiggy খুলে বিরিয়ানি অর্ডার করছি।

7/ ছোটবেলায় ভাবতাম কুইকস্যান্ডে পড়ে বাঁচার জন্য লড়তে হবে। এখন সোফা থেকে উঠে জল নিতে যাওয়াটাই অলিম্পিক ফাইনালের মতো লাগে।

8/ বড় হওয়া মানে? প্রতিবার "এই সপ্তাহটা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে" বলে নিজেকে শান্তনা দেওয়া—আর সেটা সারাজীবন চালিয়ে যাওয়া।

9/ একদিন হঠাৎ বুঝলাম, নতুন প্রজন্মের ভাষা আমি আর বুঝতে পারছি না।

10/ বড় হওয়ার আসল চিহ্ন?
একদিন আকাঙ্ক্ষা জাগবে ভালো একটা vacuum cleaner কেনার!

11/ প্রত্যেক বড়দের বাড়িতে একটা "জঞ্জাল ড্রয়ার" থাকে—যেখানে অর্ধেক কাজ না করা ব্যাটারি, অচেনা চাবি আর এমন সব তার থাকে যেগুলো কোন ডিভাইসের তাও মনে নেই!

12/ তাও কেমন করে যেন বেঁচে আছি, বিল দিচ্ছি, গাছপালা বাঁচাচ্ছি, সব চালিয়ে যাচ্ছি। কেমন করে? জানি না।

বলো, একসাথে কাঁদি!
 
1/ কেউ বলে দেয় না যে বড় হওয়া মানে আসলে Google করা আর YouTube দেখে বেঁচে থাকা, যতক্ষণ না সব শেষ হয়ে যায়।

2/ সব রেসিপি লেখে "নুন স্বাদমতো"—Sir , আমি কি শেফ? একটা সংখ্যা দিন, না হলে এই তরকারিটা হুগলি নদী বানিয়ে ফেলব!

3/ "মরার পর ঘুমাবে"—এই ডায়লগ শুনতে শুনতে এমন অবস্থা যে সকালে উঠে মনে হয় জন্ম থেকেই ঘুম কম ছিল!

4/ ছোটবেলায় ভাবতাম বড় হলে যখন খুশি কেক খেতে পারব। এখন খেলে acidity হয় আর ওজন বাড়ার ভয় ঘুম কেড়ে নেয়।

5/ বাড়িতে ১৪টা চার্জার আছে, কিন্তু ফোনের জন্য ঠিকঠাক একটা নেই!

6/ ফ্রিজ থেকে মাংস বের করলাম রান্না করব বলে… তারপর দেখি ওটা গেছে আর আমি Swiggy খুলে বিরিয়ানি অর্ডার করছি।

7/ ছোটবেলায় ভাবতাম কুইকস্যান্ডে পড়ে বাঁচার জন্য লড়তে হবে। এখন সোফা থেকে উঠে জল নিতে যাওয়াটাই অলিম্পিক ফাইনালের মতো লাগে।

8/ বড় হওয়া মানে? প্রতিবার "এই সপ্তাহটা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে" বলে নিজেকে শান্তনা দেওয়া—আর সেটা সারাজীবন চালিয়ে যাওয়া।

9/ একদিন হঠাৎ বুঝলাম, নতুন প্রজন্মের ভাষা আমি আর বুঝতে পারছি না।

10/ বড় হওয়ার আসল চিহ্ন?
একদিন আকাঙ্ক্ষা জাগবে ভালো একটা vacuum cleaner কেনার!

11/ প্রত্যেক বড়দের বাড়িতে একটা "জঞ্জাল ড্রয়ার" থাকে—যেখানে অর্ধেক কাজ না করা ব্যাটারি, অচেনা চাবি আর এমন সব তার থাকে যেগুলো কোন ডিভাইসের তাও মনে নেই!

12/ তাও কেমন করে যেন বেঁচে আছি, বিল দিচ্ছি, গাছপালা বাঁচাচ্ছি, সব চালিয়ে যাচ্ছি। কেমন করে? জানি না।

বলো, একসাথে কাঁদি!
Wah wah Nice
 
Top