ঘুমের মধ্যে আজও দেখা হয় আমাদের। তুমি আসো, পাশে বসো, আমার চুল ঘেঁটে দাও, কাঁধে মাথা রেখে চুপ করে বসে থাকো। ঘুমের মধ্যে ভুলে যাই যে আমাদের আর যোগাযোগ নেই। খোলা চোখের দুনিয়ায় সব কিছু কত শক্ত, তাই না? কাল অবধি যাকে ছাড়া একটা দিন কাটতো না; হঠাৎ পরিস্থিতি জানায় যে এবার সময় হয়েছে বিচ্ছেদের। আর কোনওদিন দেখা হবে না, কথা হবে না, ছোঁয়া হবে না। আমরা ভেঙে চুরমার হয়ে যাই তবু আর দেখা হয় না, কথা হয় না, ছোঁয়া হয় না। খোলা চোখের পৃথিবীতে মেনে নিতে হয়। নিতেই হয়। উপায় থাকে না। কিন্তু বন্ধ চোখের পৃথিবী বিচ্ছেদ মানে না জানো! সে স্বপ্ন দেখায়।
Collected
Collected