• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

খেজুর পাতায়

Boy Friend

Epic Legend
****খেজুর পাতায়*****

খেজুর পাতায় নুপূর বাজে
পদ্ম পাতায় মন,
তারায় তারায় আকাশ ভরা
ফুলে ফুলে বন ।

গোলাপ বকুল শিউলী চাঁপা
হাসছে গাছের ডালে ডালে,
নাচছে ময়ূর পেখম তুলে
কোকিল সুরের তালে তালে ।

মৌমাছিরা মধুর খোঁজে
উড়ে বেড়ায় ফুলের মেলায়,
চাঁপা বনে পাগল হাওয়া
মেতে ওঠে পরাগ খেলায় ।

সন্ধ্যা নামে মাটীর বুকে
গাছের ফাকে জোনাক জ্বলে,
চাঁদকে ছেড়ে জোছনা এসে
মাটীর সাথে কথা বলে ।
******
 
****খেজুর পাতায়*****

খেজুর পাতায় নুপূর বাজে
পদ্ম পাতায় মন,
তারায় তারায় আকাশ ভরা
ফুলে ফুলে বন ।

গোলাপ বকুল শিউলী চাঁপা
হাসছে গাছের ডালে ডালে,
নাচছে ময়ূর পেখম তুলে
কোকিল সুরের তালে তালে ।

মৌমাছিরা মধুর খোঁজে
উড়ে বেড়ায় ফুলের মেলায়,
চাঁপা বনে পাগল হাওয়া
মেতে ওঠে পরাগ খেলায় ।

সন্ধ্যা নামে মাটীর বুকে
গাছের ফাকে জোনাক জ্বলে,
চাঁদকে ছেড়ে জোছনা এসে
মাটীর সাথে কথা বলে ।
******
দারুন প্রকৃতির লীলা সত্যি মনোমুগ্ধকর।
 
তাই বুঝি ? তুমিওতো প্রকৃতির লীলার সৃষ্টি আর এক মনোমুগ্ধকর নারী, যাকে আমার ভালো লাগে ।
আর আমার আপনার কবিতা গুলো খুব ভালো লাগে।
 
****খেজুর পাতায়*****

খেজুর পাতায় নুপূর বাজে
পদ্ম পাতায় মন,
তারায় তারায় আকাশ ভরা
ফুলে ফুলে বন ।

গোলাপ বকুল শিউলী চাঁপা
হাসছে গাছের ডালে ডালে,
নাচছে ময়ূর পেখম তুলে
কোকিল সুরের তালে তালে ।

মৌমাছিরা মধুর খোঁজে
উড়ে বেড়ায় ফুলের মেলায়,
চাঁপা বনে পাগল হাওয়া
মেতে ওঠে পরাগ খেলায় ।

সন্ধ্যা নামে মাটীর বুকে
গাছের ফাকে জোনাক জ্বলে,
চাঁদকে ছেড়ে জোছনা এসে
মাটীর সাথে কথা বলে ।
******
Bha khub valo
 
****খেজুর পাতায়*****

খেজুর পাতায় নুপূর বাজে
পদ্ম পাতায় মন,
তারায় তারায় আকাশ ভরা
ফুলে ফুলে বন ।

গোলাপ বকুল শিউলী চাঁপা
হাসছে গাছের ডালে ডালে,
নাচছে ময়ূর পেখম তুলে
কোকিল সুরের তালে তালে ।

মৌমাছিরা মধুর খোঁজে
উড়ে বেড়ায় ফুলের মেলায়,
চাঁপা বনে পাগল হাওয়া
মেতে ওঠে পরাগ খেলায় ।

সন্ধ্যা নামে মাটীর বুকে
গাছের ফাকে জোনাক জ্বলে,
চাঁদকে ছেড়ে জোছনা এসে
মাটীর সাথে কথা বলে ।
******
Baah sundor ❤️
 
Top