কখনো কখনো আমরা নিজেরাই জানিনা আমরা কি চাই ? অন্যের চাওয়া বুঝতে পারার কথা তো ছেড়েই দিলাম। অনেক সময় আমাদের ইগো আমাদের কে দিয়ে তাই করায় যেটা আমরা করতে চাইনা। ভবিষৎ জানিনা বলেও অনেক সময় মিথ্যে চিন্তায় ভুল সিদ্ধান্ত নিয়ে নি আমরা। আমাদের ধৈর্য্য বড়ই কমে আসছে। সহণশীল আর ধৈর্যবান হওয়া টাও একটা অনেক বড় গুণের মধ্যে পড়ে। কখনো কখনো আমরা জানিনা কিভাবে ধৈর্য্য ধরতে হয় কিভাবে আরো সহনশীল হতে হয়।