• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ঋতু

Boy Friend

Epic Legend
******ঋতু*****

জৈষ্ঠ্য মাসের সন্ধ্যা বেলা
যখন দাড়াও নদীর কূলে,
মনের তরী চলল ভেসে
নদীর বুকে পালটি তুলে i

বর্ষা ঘনায় হরিন চোখে
অশ্রু সজল মনটি তোমার,
কোথায় গেল মনের মানুষ
মেঘকে পাঠাও খবর আনার i

খবর আসে মনের মানুষ
দাঁড়িয়ে আছে আকাশ তলে,
ভাবছে তুমি আসবে কখন
শিউলি ফুলের মালা গলে i

বসন্ত ফোটে বাহার হয়ে
তোমার গোলাপ মনটি ছুঁতে,
শীত যে আসে তোমার কাছে
তোমার ছোঁয়ায় ঊষ্ণ হতে i..........
 
******ঋতু*****

জৈষ্ঠ্য মাসের সন্ধ্যা বেলা
যখন দাড়াও নদীর কূলে,
মনের তরী চলল ভেসে
নদীর বুকে পালটি তুলে i

বর্ষা ঘনায় হরিন চোখে
অশ্রু সজল মনটি তোমার,
কোথায় গেল মনের মানুষ
মেঘকে পাঠাও খবর আনার i

খবর আসে মনের মানুষ
দাঁড়িয়ে আছে আকাশ তলে,
ভাবছে তুমি আসবে কখন
শিউলি ফুলের মালা গলে i

বসন্ত ফোটে বাহার হয়ে
তোমার গোলাপ মনটি ছুঁতে,
শীত যে আসে তোমার কাছে
তোমার ছোঁয়ায় ঊষ্ণ হতে i..........
এটা দূর্দান্ত একটা কবিতা ছিল । অসাধারণ।
*A_AICS
 
এটা দূর্দান্ত একটা কবিতা ছিল । অসাধারণ।
*A_AICS
হুম ,আমাদের প্রকৃতিতে ৬ টা ঋতু আছে । আমি চেষ্টা করেছি এই ৬ ঋতুকে কবিতাতে ধরে রাখতে ।পড়ার জন্য ধন্যবাদ ।
 
হুম ,আমাদের প্রকৃতিতে ৬ টা ঋতু আছে । আমি চেষ্টা করেছি এই ৬ ঋতুকে কবিতাতে ধরে রাখতে ।পড়ার জন্য ধন্যবাদ ।
আপনাকেও এত সুন্দর কবিতা গুলো উপহার দেওয়ার জন্য।
*A_AICS
 
******ঋতু*****

জৈষ্ঠ্য মাসের সন্ধ্যা বেলা
যখন দাড়াও নদীর কূলে,
মনের তরী চলল ভেসে
নদীর বুকে পালটি তুলে i

বর্ষা ঘনায় হরিন চোখে
অশ্রু সজল মনটি তোমার,
কোথায় গেল মনের মানুষ
মেঘকে পাঠাও খবর আনার i

খবর আসে মনের মানুষ
দাঁড়িয়ে আছে আকাশ তলে,
ভাবছে তুমি আসবে কখন
শিউলি ফুলের মালা গলে i

বসন্ত ফোটে বাহার হয়ে
তোমার গোলাপ মনটি ছুঁতে,
শীত যে আসে তোমার কাছে
তোমার ছোঁয়ায় ঊষ্ণ হতে i..........
Sundor holo
 
Top