আর হবে না দেখা,
নতুন পথে হবে চলা,
ছেড়ে যাব এই ভূবন,
ভালো লাগে না আর একা।
জানি না কি কারণে,
পাই না তার দেখা,
সে কি আমাকে কখনো,
মনে করে না।

জীবনে ক্ষণিক সময়ে,
সে যে আমার হলো না,
আমি কি এতোটা খারাপ,
তুমি আমার মুখ দেখো না।
চলার পথে অল্প সময়ে,
নিরিবিলি ভাবি আমি একা,
কি এমন অপরাধ আমার,
আমি পেলাম না তোমার ভালোবাসা।
ভালো লাগে না আর,
নিঃসঙ্গতাই দিন কাটে একা,
হারানো দিন গুলো আর,
ফিরে আসবে কি কখনো আর।
নতুন পথে হবে চলা,
ছেড়ে যাব এই ভূবন,
ভালো লাগে না আর একা।
জানি না কি কারণে,
পাই না তার দেখা,
সে কি আমাকে কখনো,
মনে করে না।

জীবনে ক্ষণিক সময়ে,
সে যে আমার হলো না,
আমি কি এতোটা খারাপ,
তুমি আমার মুখ দেখো না।
চলার পথে অল্প সময়ে,
নিরিবিলি ভাবি আমি একা,
কি এমন অপরাধ আমার,
আমি পেলাম না তোমার ভালোবাসা।
ভালো লাগে না আর,
নিঃসঙ্গতাই দিন কাটে একা,
হারানো দিন গুলো আর,
ফিরে আসবে কি কখনো আর।