তার চোখে আলোর খেলা,
দূর দিগন্তে ভেসে চলে যায়।
প্রতিটি মুহূর্ত শুধু সময়ের মেলা,
ভালোবাসা বুঝবে কি সে হায় ?
সে বসে থাকে একা জানালায়,
ফুলের গন্ধে ভাসে প্রাণ মন ।
প্রেমের ভাষা শুনতে না পায়,
বন্ধ দরজায় কাতর যাতনার ক্ষণ ।
তোমার আকুতি বাতাসে মিলায়,
তার প্রাণে জাগে না সাড়া আর।
সুরের তানে ও গল্প গাঁথায়,
তবুও বাজে না প্রেমের বাঁশি তার।
তার চোখে স্বপ্নের ঘোর,
দুয়ারে তুমি অপেক্ষা কর বসে।
অন্তরালে লুকিয়ে ভালোবাসার ডোর,
দিন এক আসবে ফিরবে শেষে।
যে ফুল ফোটে না আজও বাগানে,
সে ফুল ফুটবে একদিন হৃদয়ের বনে ।
যে প্রেম আজও বেজে যায় অজানা গানে,
সুর সে পাবে নিশ্চই এক মহা অমৃত ক্ষণে।
দূর দিগন্তে ভেসে চলে যায়।
প্রতিটি মুহূর্ত শুধু সময়ের মেলা,
ভালোবাসা বুঝবে কি সে হায় ?
সে বসে থাকে একা জানালায়,
ফুলের গন্ধে ভাসে প্রাণ মন ।
প্রেমের ভাষা শুনতে না পায়,
বন্ধ দরজায় কাতর যাতনার ক্ষণ ।
তোমার আকুতি বাতাসে মিলায়,
তার প্রাণে জাগে না সাড়া আর।
সুরের তানে ও গল্প গাঁথায়,
তবুও বাজে না প্রেমের বাঁশি তার।
তার চোখে স্বপ্নের ঘোর,
দুয়ারে তুমি অপেক্ষা কর বসে।
অন্তরালে লুকিয়ে ভালোবাসার ডোর,
দিন এক আসবে ফিরবে শেষে।
যে ফুল ফোটে না আজও বাগানে,
সে ফুল ফুটবে একদিন হৃদয়ের বনে ।
যে প্রেম আজও বেজে যায় অজানা গানে,
সুর সে পাবে নিশ্চই এক মহা অমৃত ক্ষণে।