অদেখা প্রিয়
××××××××××××××
বিরহের মালিকা কন্ঠে পরিয়া
গাহিবো গো আমি মিলনের গান,
ফুটিবে কলি সেই সুর শুনিয়া
বিহঙ্গ বুঝি ধরিবে নব তান ।।
সমীরণ আসি কহিবে গো মোরে
কেন তুমি বঁধূ আজি বিরহিনী?
বাঁধনাই কি প্রিয়রে প্রেম ডোরে
ভুলালো তাহারে কোন মায়াবিনী?
কহিনু বঁধূ মোর আছে অন্তরে
এ হৃদি মাঝে সে সদা বিরাজিছে,
প্রিয়রে বাঁধিবো কোন সে মন্তরে
নাহি জানি তাহা কোথাযেগোআছ।।
তব বৈরাগ্য মোরে দেয় ব্যথা
কহে কমল ছল ছল নয়নে,
(কহি)বৈরাগী নহি জপি তারই কথা
দেখি সে মুখটি শয়নে স্বপনে।।
চন্দ্রমা এবে আসিয়া যে শুধায়
ভ্রমর আসিয়া কতো গুঞ্জরীলো,
বাঁশরী খুশিতে কতো সুরে গায়
তব খঞ্জর আঁখি সাড়া না দিলো।।
কহি তারে যে আছে অন্তর মাঝে
তাহারে কভু দেখাতো নাহি যায়,
অনুভবি তারে সকালে ও সাঁঝে
মন মুকুরে তারে দেখিতে হয়।।
××××××××××××××
বিরহের মালিকা কন্ঠে পরিয়া
গাহিবো গো আমি মিলনের গান,
ফুটিবে কলি সেই সুর শুনিয়া
বিহঙ্গ বুঝি ধরিবে নব তান ।।
সমীরণ আসি কহিবে গো মোরে
কেন তুমি বঁধূ আজি বিরহিনী?
বাঁধনাই কি প্রিয়রে প্রেম ডোরে
ভুলালো তাহারে কোন মায়াবিনী?
কহিনু বঁধূ মোর আছে অন্তরে
এ হৃদি মাঝে সে সদা বিরাজিছে,
প্রিয়রে বাঁধিবো কোন সে মন্তরে
নাহি জানি তাহা কোথাযেগোআছ।।
তব বৈরাগ্য মোরে দেয় ব্যথা
কহে কমল ছল ছল নয়নে,
(কহি)বৈরাগী নহি জপি তারই কথা
দেখি সে মুখটি শয়নে স্বপনে।।
চন্দ্রমা এবে আসিয়া যে শুধায়
ভ্রমর আসিয়া কতো গুঞ্জরীলো,
বাঁশরী খুশিতে কতো সুরে গায়
তব খঞ্জর আঁখি সাড়া না দিলো।।
কহি তারে যে আছে অন্তর মাঝে
তাহারে কভু দেখাতো নাহি যায়,
অনুভবি তারে সকালে ও সাঁঝে
মন মুকুরে তারে দেখিতে হয়।।