অনেক সময় বোকা হওয়া টাই বেশি সুখপ্রদ হয়, চালাকির মাথা দিয়ে বা ইন্টিউশন দিয়ে কিছু বিচার করতে পারা টা নির্ভুল না হলে ও ভুল যে হতে পারে, তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না। কিছু জিনিস মনের আওতায় থাকে, যেগুলো মাথা দিয়ে কন্ট্রোল করা অসম্ভব হয়, মন তা কিছুতেই হতে দিতে চায় না। মন আর মাথার যুদ্ধে, মাথা জিতে যেতে পারলে সুখের দরজা খুলতে পারে, কিন্তু অধিকাংশ সময় মনের আর মাথার যুদ্ধে, মাথা কেই নতি স্বীকার করতে হয়। তবুও যুদ্ধ চালিয়ে যেতে হয়।