• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Abir91

    তোর শহরেরই

    শুনলাম তুই নাকি আমার শহরে কি যেন খুজে চলেছিস আমার নাম করে। বিশ্বাস কর! তোর শহর থেকে আমি কিছু চুরি করে আনিনি, বরং তল্লাশি করে দেখতে পারিস, আমার অসহায় ভালোবাসা কে ছেড়ে এসেছি, তোরই শহরে।
  2. Abir91

    তোর জন্য

    হয়তো তোর জন্য চাঁদ কে নিয়ে আসতে পারবো না। তুই যদি খুব জেদাজেদি করিস, বিশ্বাস কর, তোর সামনে আয়না না টা ধরে থাকতে পারবো না।
  3. Abir91

    অনুভূতি

  4. Abir91

    ওগো বান্ধবী!

    ওগো বান্ধবী! তুমি যেনো নিশীতি রাতের, জ্যোৎস্না ভেজা চাঁদ। শিশির ভেজা তোমার চোখে, আমার সুপ্রভাত। তুমি দুপুর বেলার স্তব্ধতা আর নির্জনতার বানী। তুমি গৌধুলি বেলার সিন্দুর রাঙ্গা রাজপ্রসাদের রানী। তুমি সন্ধ্যাবেলার মাধবীলতা মন সুবাসে ভরানো। আমার রাতে বেলার করবী তুমি, গভীর ভালোবাসায় জরানো।
  5. Abir91

    Water fall in goa

  6. Abir91

    না বলা কথা

    কত গুলো না বলা কথা, আজ কবিতা করে লিখছি ডাইরির পাতায়। কেন জানি না মনে হচ্ছে, জীবনের প্রতিটা সময় নতুন অনুভূতি লাগছে তোমার ছোয়ায়! কি করে বোঝায় তোমায় সেই অনুভূতির কথা? যেখানে আছে শুধু সুখ নাই কোনো ব্যাথা। হতে চাই আমি সেই অনুভূতির কাণ্ডারি, আর তুমি হও কাণ্ডারির কাণ্ডারিনী। বলোনি কোনো...
  7. Abir91

    হয়তো আবার আসবো ফিরে

    হয়তো আবির আবার আসবে ফিরে, বলবে তোমায় জরিয়ে ধরে। থাকবে কি তুমি ওগো? নিশিত রাতে জ্যোনাকি হয়ে। হয়তো আবির আবার আসবে ফিরে, বলবে তোমায় জরিয়ে ধরে। বিকাল বেলার ঐ সোনালী রোদে, এলোমেলো ওই তোমার চুলে! মন খারাপ এর দেশে যাবো, সঙ্গে তুমি নাই বা এলে। হয়তো আবির আবার আসবে ফিরে, বলবে তোমায়...
  8. Abir91

    স্বপ্ন

    তুই কি আবিরের স্বপ্ন হবি? আবির এক পাগলা বাউল রুখো চুলে পথের ধুলো চোখের নীচে কালচে ছায়া। সেইখানে তুই, রাত বিরেতে ভালোবাসার স্পর্শ দিবি। তুই কি আবিরের স্বপ্ন হবি? তুই কি আবিরের শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আবিরের খাঁ খাঁ দুপুরের নির্জনতা ভেঙে দিয়ে...
  9. Abir91

    বৃষ্টি ভেজা আমার আকাশ

    বৃষ্টি ভেজা আমার আকাশ, আমার মনে ওগো তোমার বাস। তোমায় নিয়ে স্বপন আমার, পুরণ করার দাও গো আশ্বাস।
  10. Abir91

    আবেগ

    হিসেব করে ছন্দ কষে আবির কবি হতে পারবে না। আবিরের সেই ক্ষমতা নেই। আবির কাউকে উচুতে তুলে কাউকে নামাতে পারবে না। আবির পারবেনা তোমায়, নীল সাগরের সাথে তুলনা করতে! কিম্বা তোমাকে ভাসিয়ে দিতে, অন্য কারও মনে। হয়তো চেষ্টা করলে তোমায় হাসাতে পারে ব্যাঙ্গ বিদ্রূপ কিছু লিখে, কিম্বা তোমায় কাঁদাতে...
  11. Abir91

    Nothing

    Feels my heart❤❤❤
  12. Abir91

    অন্য কারোর

    জানি তুমি আজ অন্য কারোর, তবুও তোমায় নিয়ে এই আবিরের শেষ লেখা। মরীচিকা হয়ে এসে ছিলে, তাই তোমায় ছোওয়া হয় নি। কোথাও একটা ভালোবাসা ছিল তোমার জন্য, আজ আর নেই। পাতা গুলো উলটে দেখো আমি কোন ভুল করিনি, স্বপ্ন গুলো সত্যি ছিল, বুঝতে পারিনি, অন্য আরেক জনকে নিয়ে তুমি সেই স্বপ্ন দেখো। ভালো থেকো...
  13. Abir91

    সর্বহারা

    জিৎ তে পারেনি আবির কখনও তোমার ভালোবাসা, সর্বহারা জুয়রীর মতো। নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় এখন! মরতে পারবো না তাই বেচে আছি তবুও, জানি না কাকে বলে বাচা? স্মৃতি গুলি ছাড়া সে দিনের, নেই কিছুই দহন মনে পড়ে। অনেক বার শপথ করেছিলাম দৃঢ ভাবে, মনে রাখবো না তোমায়। মিটিয়ে দেবো তোমার যন্ত্রনাদায়ক...
Top