• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Tanvir

    আমি কেন বারে বারে প্রেমে পড়ে যাই,

    আমি কেন বারে বারে প্রেমে পড়ে যাই, দুঃখ ভুলে হাসির খোঁজে, পথ চলি একাই। আবারো সেই চেনা পথে, দেখা হয় তার সাথে, আবারো সেই মিষ্টি হেসে, মন ভরে যায়। বুঝি না কেন, বুঝি না কেমন, মন খুঁজে ফেরে নতুন ভালোবাসা। যখনই চোখে চোখ পড়ে তার, মনে হয় যেন নতুন কোনো আশা। প্রেমের এই পথ, কেমন এক জাদু, ভুলে যাই সব...
  2. Tanvir

    **আমার ছোট্ট বোন**

    তোর হাসিখুশি মুখ দেখে, মনে জাগায় সুখের ঢেউ, তোর খিলখিল হাসিতে, তোর মিষ্টি মধুর কথাতে, বাড়ি ভরে ওঠে আনন্দে। প্রতিটি মুহূর্তের রঙিন মালা তুই যখন করিস খেলা। তোর ছোট ছোট পায়ে সারা উঠান বেড়াস নেচে। তুই আমার ছোট্ট বোন, তোর নরম স্পর্শে মুছে যায়, সব দুঃখ কষ্টের ছায়া। তোর কচি কণ্ঠের মিষ্টি সুরে...
  3. Tanvir

    তোমার হাসির মাঝে খুজে পাই সব সুখ,

    তোমার হাসির মাঝে খুজে পাই সব সুখ, সেই হাসিটুকু যেন আমার প্রাণের মুখ। তোমার হাসির আলোয় ভরিয়ে দেয় মন, তার সুরের ছোঁয়ায় বাড়ে হৃদয়ের স্পন্ধন। তুমি হাসলেই ঝরে যেন ফুলের বৃষ্টি, প্রতিটা মুহূর্তে আনো সুখের সৃষ্টি। তোমার হাসির মাঝে খুঁজে পাই আশা, জীবনের প্রতিটি ক্ষণ হয়ে যায় ভালবাসা। তোমার সেই...
  4. Tanvir

    টুপটাপ বৃষ্টির মধুর ধ্বনিতে,

    টুপটাপ বৃষ্টির মধুর ধ্বনিতে, দোলা দিয়ে যায় মনেতে, আহা কি শান্তি এই বৃষ্টিতে, মন চাই বৃষ্টিতে ভিজতে। ঝিরি ঝিরি বৃষ্টিতে, মনের আবেগ ভাসাতে, মন চাই শুধু ভালোবাসতে, রিমঝিম এই বৃষ্টিতে। ঝরে গেলে পাতা গাছের হারানো স্বপ্ন, বৃষ্টির মাঝে আঁধারে মিশে হাসির রূপ। মনের মধ্যে উত্সাহের জ্বালা, ঝরে না...
  5. Tanvir

    দিনের আলো, প্রখর রোদ................

    দিনের আলো, প্রখর রোদ, পড়ছে গরম, ঘামছে গাঁ, শিশু-বুড়ো কষ্ট পাচ্ছে, অতিরিক্ত গাঁ ঘামছে । প্রকৃতির কী আর দোষ বলো, চারিদিকে গাছের অভাব হলো, গাছ কেটে বিল্ডিং বানাচ্ছি, তাই একটু গাছের ছায়া খুজছি । চারিদিকে বড় বড় দালান, অক্সিজেনের বড়ই অভাব, তাপমাত্রা 45 ডিগ্রি পার, এটাই হলো গাছ কাটার ফল। গাছ থাকলে...
  6. Tanvir

    তোর জন্য মনের মাঝে, ওলটপালট লাগে,

    তোর জন্য মনের মাঝে, ওলটপালট লাগে, বড় মায়া লাগে, তোর মুখটা দেখে, মনটা আমার আনন্দে ভরে ওঠে। ভালোবাসাতে এতো আবেগ, কেনো এতো মায়া, তোর কাছে চাই যে আমি, একটু ভালোবাসা। বোঝেনা মন কি যে কারণ, তোকে নিয়ে হারিয়ে যেতে নেই যে বারণ, বুকের ভেতর আকাশ পাহাড় আবেগ, তোর জন্য আনন্দটা অভিমানী মেঘ। তুই কি ভালো...
  7. Tanvir

    মাটির দেহ আমার,

    মাটির দেহ আমার, মিশে যাবো মাটিতে, তাই মাটির মানুষ হতে চাই। জন্মেছি যখন মরতেই হবে, অহংকার আমার জন্য নহে, অহংকার চূর্ণ করে, মানুষের মাঝে রবো মানুষ হয়ে । নম্রতা ও সততার আত্মাকে বঞ্চিত করে, খারাপ কিছু আত্মার সাথে মিশে, বেচে থেকে আমার কি লাভ আছে, সন্তুষ্ট থাকব যে টুকু পাবো সেটুকু নিয়ে । এ জগতে...
  8. Tanvir

    চাঁদ উঠেছে ঐ গগণ কিনারায়,

    চাঁদ উঠেছে ঐ গগণ কিনারায়, আলোকিত আকাশ ঝাঁপসা অন্ধকার, রাতের কালো আলোয় ভরা, প্রতিটি সময় কি এক প্রেমে বাধা। চাঁদের আলোয় জলের সীমানা, সারি সারি ঢেও যায় যে দেখা, মাঝে মাঝে যায় দেখা, কি দারুন মেঘের খেলা। প্রেমের বন্ধন আর সম্পর্কের কথা, চাঁদ হয়ে ওঠে জগতের সেরা, যেখানে সময় কাটাতে মানুষেরা, খুঁজে...
  9. Tanvir

    চোখের কি দোষ বলো,

    চোখের কি দোষ বলো, সে তো পলক ফেলবে, মনের কি দোষ বলো, সে তো তোমাকে ভালোবাসবে। চোখ বুজলে তোমায় দেখি, চোখের কি দোষ বলো তুমি, স্বপ্নের কি দোষ দেবো আমি, স্বারাক্ষণ শুধু তোমাকে দেখি। তোমার চোখের কাজল করে, আমায় রোখো তোমার করে, তুমি আমার চোখ জুড়ে, এক টুকরো চোখের মনি, দূর আকাশ থেকে দেবো এনে, মেঘের ওই...
  10. Tanvir

    মা-বাবা কেউ নেই, পাশে পাবো এই ঈদে,.............

    মা-বাবা কেউ নেই, পাশে পাবো এই ঈদে, তেমন তো কেউ নেই, যাদের সাথে করব ঈদের আনন্দ। অভাগা আমি একা, কেন এমন ভাগ্য লেখা, সবাই থাকবে পরিবারের সাথে, আমি থাকব এই ঈদে একা একা। ঈদের নামাজ শেষে, সবাই বাড়ি গিয়ে, সেমাই ফিরনি খাবে, আমি দেখব চেয়ে চেয়ে। আমি এতিম বলে, কেউ ডাকে না কাছে, মিথ্যা আশ্বাস দিয়ে সবাই...
  11. Tanvir

    তোমায় এনে দেবো প্রিয়তমা,

    সোনা রুপা নয় , নয় কোনো হীরের নোলক, তোমায় এনে দেবো প্রিয়তমা, ঘাসের মাঝে থেকে, একটি ঘাসফুল। তোমায় এনে দেবো ভালোবাসায় রং, গোলাপের পাপড়ি থেকে, একগুচ্ছ মালতি লতা, দুল করে পরাব তোমার কানে। আমার ভালোবাসায়, নেই কোনো ছলনা, আট আনা বলে দেবো না, প্রিয়তমা চার আনা। চার আনারই মহাজন আমি, অযথা অকুলান বইনা...
  12. Tanvir

    উত্তাল সমুদ্রে, অমানিশায় তুমি,

    উত্তাল সমুদ্রে, অমানিশায় তুমি, আমার বিশ্বাসের বাতিঘর, এ বাতিঘর চিরদিন আমায়, পথ দেখাবে চলার। লড়াই চলছে, লড়াই চলবে, তোমাকে পাওয়ার বিজয় আনন্দে। তোমার ভালোবাসা, আমার শক্তি, থাকবে হৃদয়ে খোদায় করা, মুছে ফেলতে পারবে না, কেউ তোমার নাম। তোমাকে পাওয়ার আনন্দে, ভালোবাসা আমার হৃদয়ে জাগে, তুমি থাকবে আমার...
  13. Tanvir

    তোমাকে ছাঁড়া অসহায় আমি

    কি হবে মায়া কান্দা কান্দিয়া, কি হবে ভালোবাসার রঙ্গিন দুনিয়া, তুমি তো আর ভালোবাসা বোঝ না। শুধু বোঝ ছলনা। ভালোবেসে হলাম আমি নিঃস্ব, তুমি তো অন্য বাগানে ফুল ফুটাচ্ছো, তুমি তো কখনো ছিলেনা আমার, প্রতি দিন ধোকা দিয়ে গেছো। তোমার ধোকার মায়ায় পড়ে, আবেগের বিষ খেয়ে, এখন মরি আমি ধুকে ধুকে। তোমাকে ছাঁড়া...
  14. Tanvir

    তোর ছলনার বিষে,

    যখন আমি থাকব না, কি করবি তুই বল না, আমায় ছাড়া পারবি কি থাকতে, তোর কি কষ্ট হবে না। তুই কি ভালোবাসি’স আমায়, আমি কি আছি, তোর মনের কোণায়, প্রতি রাতে তোর স্বপনে, আমি কি থাকি তোর পাশে। তোর ভালোবাসায় ছিল ছলনা, আমি তো বুঝতে পারলাম না, তুই যে আমার ছিলিনা, করে গেলি শুধু ছলনা। তোর ছলনার বিষে, মরি আমি...
  15. Tanvir

    তুই ভালো নারে বন্ধু

    ভালোবেসে তোকে, নয়নের আলো করে, রেখেছিলাম দু’চোখে। তুই ভালো নারে বন্ধু, করিস শুধু ছলোনা, মন ভাঙ্গতে পারিস শুধু, জোড়া লাগাতে পারিস না। তুই যে ছিল, আমার মনের, পোষা পাখি, যতন করে, তোকে আমি, রেখেছিলাম, অন্তরেতে বাধি। তুই আমাকে, দিয়ে ফাকি, কেমন করে বল, আমি থাকি, আসলি না আর ফিরে চলে গেলি দূরে। তোর...
  16. Tanvir

    প্রেম, তুমি কি আমার হবে না.............

    প্রেম, তুমি কি আমার হবে না, মনের ঘরে কি আলো জ্বালাবে না, দিন চলে যাই, রাত চলে যাই, কেন আমার জীবনে প্রেম আসে না। কেন এমন হয়, আমার মনের ঘরে, জ্বলে না প্রদিপ, জীবন আমার পরদেশী পথিক। কত রাত জেগে আমি, ঘুম নেই চোখে আমার জানি, আমারই ভুলে মন ভেঙ্গে গেছে, তোমাকে দোষ দেবো কেনো মিছে। মন কাঁচের মতো...
  17. Tanvir

    আমার মনে তুমি আছো

    আমার মনে তুমি আছো, সব সময় মনে রেখো, আমি জানি তুমি নেই, ভালোবাসি আজও তোমাকে, তোমার মুখের হাসি, আমার হৃদয়ে পুশে রেখেছি। আমার মনে তুমি আছো, সব সময় মনে রেখো, তোমার বিনা এ জীবন, আমার জীবনে আর অর্থ নেই তুমি নেই, কেউ নেই, আমার মনে তুমি আছো, সব সময় মনে রেখো। আমি নিজেকে হারাতে চাই না, কারো আশায়...
  18. Tanvir

    O chad

  19. Tanvir

    O chad

  20. Tanvir

    অন্তহীন প্রেম তুমি আমার

    অল্প সময়ের এই পৃথিবীতে, যেখানে সময় ফুরিয়ে আসছে, আমি তোমাকে পেয়েছি প্রিয়া, আমার জীবনের বিনিময়ে। তোমাকে দেখলেই হার্ট বিট বেড়ে যায়, আমরা দু’জনে, দু’জনার, অন্তহীন প্রেম তুমি আমার| অন্তহীন প্রেম, আমাদের ভালোবাসা, ফুলের মত পবিত্র, যেখানেই থাকি, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, ভালোবাসা বাড়ছে অবিরতো।...
Top