We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
তোমার এই লাইনটা —
"অভিমানটা না ভেঙেই দূরত্বটাকেই আপন করে নেয়"
— একেবারে মনের গভীরে গিয়ে স্পর্শ করে।
এটা শুধু একটা কথা না,
এটা এক নীরব ভালোবাসার ব্যথা,
যেখানে কেউ আর কিছু বলার মতো অবস্থায় থাকে না —
তখন সে অভিমানের পরিবর্তে নীরব দূরত্বকে নিজের অভ্যস্ততা বানিয়ে ফেলে।
মান-অভিমানের খেলায়,
হার জিতের নেই তো মানে,
কখনো দূরত্ব বাড়ে,
কখনো সম্পর্ক টানে।
নীরব চাওয়াগুলো,
শব্দহীন অভিমান,
ভালোবাসা লুকিয়ে থাকে,
চোখের জলে, মনের জানায়।