• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Tanvir

    মাটির দেহ আমার,

    মাটির দেহ আমার, মিশে যাবো মাটিতে, তাই মাটির মানুষ হতে চাই। জন্মেছি যখন মরতেই হবে, অহংকার আমার জন্য নহে, অহংকার চূর্ণ করে, মানুষের মাঝে রবো মানুষ হয়ে । নম্রতা ও সততার আত্মাকে বঞ্চিত করে, খারাপ কিছু আত্মার সাথে মিশে, বেচে থেকে আমার কি লাভ আছে, সন্তুষ্ট থাকব যে টুকু পাবো সেটুকু নিয়ে । এ জগতে...
  2. Tanvir

    চাঁদ উঠেছে ঐ গগণ কিনারায়,

    Asi valo bes, din jay kete kajer ney ses
  3. Tanvir

    চাঁদ উঠেছে ঐ গগণ কিনারায়,

    প্রেমের বন্ধন আর সম্পর্কের কথা, চাঁদ হয়ে ওঠে জগতের সেরা, যেখানে সময় কাটাতে মানুষেরা, খুঁজে বেড়ায় নদীর কিনারা।
  4. Tanvir

    চাঁদ উঠেছে ঐ গগণ কিনারায়,

    চাঁদ উঠেছে ঐ গগণ কিনারায়, আলোকিত আকাশ ঝাঁপসা অন্ধকার, রাতের কালো আলোয় ভরা, প্রতিটি সময় কি এক প্রেমে বাধা। চাঁদের আলোয় জলের সীমানা, সারি সারি ঢেও যায় যে দেখা, মাঝে মাঝে যায় দেখা, কি দারুন মেঘের খেলা। প্রেমের বন্ধন আর সম্পর্কের কথা, চাঁদ হয়ে ওঠে জগতের সেরা, যেখানে সময় কাটাতে মানুষেরা, খুঁজে...
  5. Tanvir

    [MEDIA]

  6. Tanvir

    [MEDIA]

  7. Tanvir

    চোখের কি দোষ বলো,

    চোখের কি দোষ বলো, সে তো পলক ফেলবে, মনের কি দোষ বলো, সে তো তোমাকে ভালোবাসবে। চোখ বুজলে তোমায় দেখি, চোখের কি দোষ বলো তুমি, স্বপ্নের কি দোষ দেবো আমি, স্বারাক্ষণ শুধু তোমাকে দেখি। তোমার চোখের কাজল করে, আমায় রোখো তোমার করে, তুমি আমার চোখ জুড়ে, এক টুকরো চোখের মনি, দূর আকাশ থেকে দেবো এনে, মেঘের ওই...
  8. Tanvir

    মা-বাবা কেউ নেই, পাশে পাবো এই ঈদে,.............

    মা-বাবা কেউ নেই, পাশে পাবো এই ঈদে, তেমন তো কেউ নেই, যাদের সাথে করব ঈদের আনন্দ। অভাগা আমি একা, কেন এমন ভাগ্য লেখা, সবাই থাকবে পরিবারের সাথে, আমি থাকব এই ঈদে একা একা। ঈদের নামাজ শেষে, সবাই বাড়ি গিয়ে, সেমাই ফিরনি খাবে, আমি দেখব চেয়ে চেয়ে। আমি এতিম বলে, কেউ ডাকে না কাছে, মিথ্যা আশ্বাস দিয়ে সবাই...
  9. Tanvir

    তোমায় এনে দেবো প্রিয়তমা,

    কি এনে দেব বলেন রাগ করলে হবে
  10. Tanvir

    তোমায় এনে দেবো প্রিয়তমা,

    সোনা রুপা নয় , নয় কোনো হীরের নোলক, তোমায় এনে দেবো প্রিয়তমা, ঘাসের মাঝে থেকে, একটি ঘাসফুল। তোমায় এনে দেবো ভালোবাসায় রং, গোলাপের পাপড়ি থেকে, একগুচ্ছ মালতি লতা, দুল করে পরাব তোমার কানে। আমার ভালোবাসায়, নেই কোনো ছলনা, আট আনা বলে দেবো না, প্রিয়তমা চার আনা। চার আনারই মহাজন আমি, অযথা অকুলান বইনা...
  11. Tanvir

    উত্তাল সমুদ্রে, অমানিশায় তুমি,

    ভালো থাকাটা সবার জন্য জরুরী
Top