• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Aabbie
Reaction score
906

Profile posts Latest activity Postings About Badges

  • আজকের বিকেল টা অদ্ভুত রকমের ব্যক্তিগত

    কেমন যেন ধরা ছোঁয়ার বাইরে। নীরব,স্যাঁতসেঁতে, একটু ধোঁয়াটে, বড্ড বেমানান । বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর ভেতরে আমি , চুপ করে বসে, কোনো কথা না বলে, শুধু শুনছি।

    বৃষ্টি একরকম হয়, যেন একটা পুরনো চিঠি, যা বারবার পড়লেও ঠিক বুঝে ওঠা যায় না। রাস্তায় জল জমেছে, রাস্তার পাশের দুবব্য ঘাস ভেসে গেছে, ফুটপাতের ধারে একটা ছোট্ট দোকান চা দিচ্ছে, একটা সিগারেটের ধোঁয়া মিশে যাচ্ছে বাতাসে।আর তারই মধ্যে আমি বসে আছি। জানালাটা আধখোলা, পর্দা উড়ে এসে গাল ছুঁয়ে যায় মাঝে মাঝে, ছোঁয়া টা কেমন এক পরিচিত অথচ অস্পষ্ট।নস্ট্যালজিয়ার সঙ্গে ধুলো মিশে যেমন গন্ধ তৈরি করে, ঠিক সেইরকম।
    Illusion
    Illusion
    Aabbie, it's actually a nice post... But please ~dont spam... You can post anything atleast after 2 hours gap after your first post.... Or else it'll count as spam!!
    Aabbie
    Aabbie
    @Illusion it's a whole post. Couldn't continue in a single post
    Illusion
    Illusion
    Still it'll count as spam!!
    কেউ ছাতা ছাড়া দৌড়চ্ছে, কেউ জানালার গ্লাসে হাত রেখে বাইরের ঝাপসা শহর দেখছে, আর আমি? আমি এই ভেজা দুপুরে, একা একটা ঘরে বসে, ভাবছি এই শহর কি আমায় এখনও চেনে?আমি এই শহরেরই লোক, নাম নেই, সাফল্য নেই, তবু লড়াই আছেই।

    এই শহরে রোববার সব কিছুই একটু ধীর, একটু ক্লান্ত। দুপুরে একটু ভাতঘুম, সন্ধ্যায় পাড়ার আলো, আর রাতে, চোখে ঘুম না থাকা সত্ত্বেও বিছানায় শুয়ে থাকা। কয়েকটা অসমাপ্ত টেক্সট , কিছু বলা না হওয়া কথা, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে থাকা। আর রাতজাগা সিনেমা দেখে ঘুম না আসা।


    মাঝেমাঝে মনে হয়, আমি কি সেই মানুষটা, যা হওয়ার কথা ছিল? নাকি আমি শুধুই একটা অভ্যাস, যে হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, অথচ নিজের অস্তিত্বের গন্ধ এখনো বৃষ্টির পরের ভেজা মাটিতে রয়ে গেছে?
    এই বৃষ্টিভেজা দুপুর গুলোতে শুধু একটা কথা বারবার মনে হয় , কিছু কিছু একাকীত্ব থাকে, যাকে আর ভুলে যাওয়া যায় না। শুধু সাথে বয়ে নিয়ে যেতে হয়… এই বৃষ্টির মতো, নীরব, নরম, কখনও নির্মম অথচ গা-ছমছমে ভাবে চেনা।

    এই শহরটার মতো, যে কখনওই কাউকে পুরোপুরি ফেলে দেয় না। শুধু অভ্যস্ত হয়ে যায় হারিয়ে যাওয়ার সাথে।

    দুপুর, এই বৃষ্টি, এই নরম ভেজা গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছে আমি কোথাও নেই, কিন্তু আবার ঠিক এখানেই আছি। ফিরে না আসা মানুষগুলোর ভেতর, হারিয়ে যাওয়া কথাগুলোর পাশে, একটা নীরব উপস্থিতি হয়ে।

    একটা চেনা জানালা, এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা, আর আমি।
    She was asked whether she was willing to
    fly on a plane and then if she was capable of
    living in a city characterized by severe snowy
    winters, alone.
    "Won't he be there?" she'd asked, pointing to
    the man whose shoes she'd briefly occupied,
    but who had yet to say a word to her.
    Tara Jude
    Tara Jude
    He looked at her for a long moment, as if weighing something unspoken. Then, finally, he said,
    "I'll be there—if you want me to be."
    His voice was quiet, steady, and full of the kind of promise that doesn't need to be loud to be real.
    Behind the Funny Guy Who Always Smiles

    He’s the one who walks in and suddenly the room feels lighter.
    He’s quick with the non sneny joke. He doesn't care
    He’s the one who makes sure everyone’s okay, and if they’re not, he’ll do anything to distract them from the pain.
    Because that’s what he does best: he hides pain with laughter.

    But what you don’t see is what happens when the crowd disappears.
    When he’s alone, and the silence is too loud.

    Behind that smile is someone who's tired. Not physically, but emotionally.
    Tired of pretending.
    Tired of being the “strong one.”
    Tired of being everyone’s reason to laugh when he can’t even remember the last time he truly did.

    Behind the jokes are battles he doesn’t talk about . not because he doesn’t want to, but because he’s convinced no one would listen. Or worse… no one would believe him and No one listens to her or anything or say hey I'm here for you.
    “He’s always happy. He’s the funny one.”
    As if humor and heartbreak can’t live in the
    When reaching the Sixth Circle of Hell, Dante and Virgil see heretics who are condemned to eternity in flaming tombs. Here, Dante talks with a couple of Florentines – Farinata degli Uberti and Cavalcante de’ Cavalcanti – but he also sees other notable historical figures including the ancient Greek philosopher Epicurus, Holy Roman Emperor Frederick II, and Pope Anastasius II. The latter, however, is according to some modern scholars condemned by Dante as a heretic by mistake. Instead, as some scholars argue, the poet probably meant the Byzantine Emperor Anastasius I.
    The night is dying but the morning is hesitant to come.
    বিশ্বাসঘাতকতা আমার জীবনে এতবার ঘটিয়াছে যে, এখন আর কাহারও মুখের ভদ্রতাসূচক হাসি দেখিলে বিস্মিত হই না।
    মিথ্যা? তাহা শুনিতে শুনিতে কানের পর্দা প্রায় সুরভিনির মত নির্ভেজাল হইয়া উঠিয়াছে।
    প্রথমে ভাবিতাম এ নিশ্চয় ভুল, কাহারো একবারের ভুল।
    দ্বিতীয়বারে ভাবিলাম "people make mistakes."
    তৃতীয়বারে, চতুর্থবারে, পঞ্চমবারে… অবশেষে ভাবিতে আর ইচ্ছা করে না।

    প্রেমের নামে প্রতারণা, বন্ধুত্বের ছলে সুবিধাবাদ,
    আস্থার মুখোশে কপটতা ,এই সকলই এমন নৈমিত্তিক হইয়াছে, যে এখন কোনো সম্পর্ক আর হৃদয়ে স্পন্দন জাগায় না।
    কে গেল, কে রহিল, এই হিসাব এখন আর রাখি না।
    কে মুখে বলিল "I care about you", আর কে পশ্চাৎ দেশে বাঁশ প্রবিষ্ট করিলেন নিঃশব্দে।

    এখন যদি কেহ বলিয়া বসে"you can trust me"—
    তাহার দিকে এক দৃষ্টিতে চাহি, আর ভাবিতে থাকি
    তাতে আমার বাল ছিঁড়িয়া গিয়াছে
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top