ভেবেছিলাম শুনব না ঐ গানটা কিন্তু আজ আবার শুনছি.. ধরো যদি হঠাৎ সন্ধ্যে... হয়তো তোর সাথে আর কখনও কথা বলা হবেনা! না এই রোণ্ডু insecurities এ ভোগা hopeless ছেলেটা তোকে আর বিরক্ত করবে না! না তোকে নিয়ে আঁকবে স্বপ্নের রংতুলি দিয়ে অজানা পৃথিবীর নিস্তব্ধতা... এক আকাশ ভালোবেসে খুব আপন করে বুঝলাম আসলেই আমার একাকীত্বটাই সুন্দর অন্তত আঘাত নেই এতে.. যাক আমি আর তোকে কোন ম্যাসেজ করব না. ভালো থাকিস.. তোকে আমার থেকে অনেক ভালোবাসবে কেউ.. দেখিস তারা যেন অভিনয় করে শেষমেষ ছেড়ে না যায়. ভালো থাকিস আগামী জীবন অনেক ভালো হোক ভালো থাক তোর সব স্বপ্ন পূরণ হোক।