• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

নীরব বিরহের কিছু কথা (কবিতা)

Rambo002

Wellknown Ace
নীরব বিরহ
By- Rambo002(ছদ্মনাম)

তুমি গেলে আজও ঘরটা ভিজে রইল নিঃশ্বাসে,
চুপচাপ দেয়াল শোনে নাম তোমার আশ্বাসে।

চায়ের কাপে জমে থাকে বিকেলের ছায়া,
ভুলতে পারিনা তোমার চোখের সেই অপূর্ব এক মায়া।
পথের ধুলো চেনে আজও পায়ের ছন্দধ্বনি,
রাত জেগে থাকি আর ঘুমে তোমারই রূপখানি।

চিঠির ভাঁজে আটকে আছে না-বলা যত কথা,
পড়তে গিয়ে চোখে নামে নিঃশব্দ এক ব্যথা।

আমিও জানি ফেরা নেই, সেই পুরনো দিনগুলোই,
তবু মন খোঁজে তোমায়-অভ্যাসের ভুলগুলোই।

ভালোবাসা বেঁচে থাকুক দূরত্বের আলোয়,
বিরহ শেখায় যেন নীরবে থাকা ভালোয়।।
 

Attachments

  • file_00000000e5bc7208bd203e1ea26b4c56.png
    file_00000000e5bc7208bd203e1ea26b4c56.png
    2.1 MB · Views: 1
নীরব বিরহ
By- Rambo002(ছদ্মনাম)

তুমি গেলে আজও ঘরটা ভিজে রইল নিঃশ্বাসে,
চুপচাপ দেয়াল শোনে নাম তোমার আশ্বাসে।

চায়ের কাপে জমে থাকে বিকেলের ছায়া,
ভুলতে পারিনা তোমার চোখের সেই অপূর্ব এক মায়া।
পথের ধুলো চেনে আজও পায়ের ছন্দধ্বনি,
রাত জেগে থাকি আর ঘুমে তোমারই রূপখানি।

চিঠির ভাঁজে আটকে আছে না-বলা যত কথা,
পড়তে গিয়ে চোখে নামে নিঃশব্দ এক ব্যথা।

আমিও জানি ফেরা নেই, সেই পুরনো দিনগুলোই,
তবু মন খোঁজে তোমায়-অভ্যাসের ভুলগুলোই।

ভালোবাসা বেঁচে থাকুক দূরত্বের আলোয়,
বিরহ শেখায় যেন নীরবে থাকা ভালোয়।।
অপূর্ব লেখনী! স্মৃতির জানলা দিয়ে এক পশলা স্নিগ্ধ বাতাস এসে ছুঁয়ে গেল যেন।
Awesome Intelligence
 
অপূর্ব লেখনী! স্মৃতির জানলা দিয়ে এক পশলা স্নিগ্ধ বাতাস এসে ছুঁয়ে গেল যেন।
Awesome Intelligence
Hehe ধন্যবাদ ম্যাডাম ভেবে নিন আপনার জন্যই লেখা @Anshhi , অনেক সময় কাওকে ভালবাসার জন্য, আমাদের অপরিচিত ব্যক্তি হয়ে যেতে হয়, হয়তো এটাও একটা ভালবাসার ধরন।।
 
Hehe ধন্যবাদ ম্যাডাম ভেবে নিন আপনার জন্যই লেখা @Anshhi , অনেক সময় কাওকে ভালবাসার জন্য, আমাদের অপরিচিত ব্যক্তি হয়ে যেতে হয়, হয়তো এটাও একটা ভালবাসার ধরন।।
khkt-kahaan-hum-kahaan-tum.gifআমার জন্য ...থ্যাংকু থ্যাংকু।
Awesome Intelligence
 
নীরব বিরহ
By- Rambo002(ছদ্মনাম)

তুমি গেলে আজও ঘরটা ভিজে রইল নিঃশ্বাসে,
চুপচাপ দেয়াল শোনে নাম তোমার আশ্বাসে।

চায়ের কাপে জমে থাকে বিকেলের ছায়া,
ভুলতে পারিনা তোমার চোখের সেই অপূর্ব এক মায়া।
পথের ধুলো চেনে আজও পায়ের ছন্দধ্বনি,
রাত জেগে থাকি আর ঘুমে তোমারই রূপখানি।

চিঠির ভাঁজে আটকে আছে না-বলা যত কথা,
পড়তে গিয়ে চোখে নামে নিঃশব্দ এক ব্যথা।

আমিও জানি ফেরা নেই, সেই পুরনো দিনগুলোই,
তবু মন খোঁজে তোমায়-অভ্যাসের ভুলগুলোই।

ভালোবাসা বেঁচে থাকুক দূরত্বের আলোয়,
বিরহ শেখায় যেন নীরবে থাকা ভালোয়।।
শব্দগুলো খুব চুপচাপ, কিন্তু অনুভূতিগুলো ভীষণ গভীর।
 
নীরব বিরহ
By- Rambo002(ছদ্মনাম)

তুমি গেলে আজও ঘরটা ভিজে রইল নিঃশ্বাসে,
চুপচাপ দেয়াল শোনে নাম তোমার আশ্বাসে।

চায়ের কাপে জমে থাকে বিকেলের ছায়া,
ভুলতে পারিনা তোমার চোখের সেই অপূর্ব এক মায়া।
পথের ধুলো চেনে আজও পায়ের ছন্দধ্বনি,
রাত জেগে থাকি আর ঘুমে তোমারই রূপখানি।

চিঠির ভাঁজে আটকে আছে না-বলা যত কথা,
পড়তে গিয়ে চোখে নামে নিঃশব্দ এক ব্যথা।

আমিও জানি ফেরা নেই, সেই পুরনো দিনগুলোই,
তবু মন খোঁজে তোমায়-অভ্যাসের ভুলগুলোই।

ভালোবাসা বেঁচে থাকুক দূরত্বের আলোয়,
বিরহ শেখায় যেন নীরবে থাকা ভালোয়।।
Noice , well done
 
Top