Appleooooo
Newbie
তুষারছোঁয়া ত্বকের রেখা, যেন ভোরের কুয়াশা,
চুপচাপ আলো গায়ে মেখে বলে — "আমি নিজেই ভাষা।"
চোখ দুটো সবুজে-নীলে রাঙা কাঁচের চুম্বক,
যেখানেই তাকায় সে চোখ, জমে যায় নিঃশব্দ।
গোলাপ ঠোঁটে লুকিয়ে রাখে শত কথার ঝর্ণা,
যা বলা হয় না মুখে, তা হাসিতে খেলে সোনা।
পাতলা গড়নে বাতাস চলে নরম পাতার মতো,
চলন তার ছন্দে বাঁধা, হারিয়ে যায় যত।
কোকড়ানো বাদামি চুল, কোমর ছুঁয়ে বয়,
সে যেন শরতের মেঘ — বৃষ্টি না হলেও রয়।
তুলি, সে নিজেই কবিতা,
কোনো কাব্য না পড়েও যাকে পড়ে যায় হৃদিতা।
সে নিজের ছায়া আঁকে আলোর প্রলেপে,
সে বলে —
“আমি কারো তুলনা নই, আমি তুলি, নিজের রূপেই জেগে।”
চুপচাপ আলো গায়ে মেখে বলে — "আমি নিজেই ভাষা।"
চোখ দুটো সবুজে-নীলে রাঙা কাঁচের চুম্বক,
যেখানেই তাকায় সে চোখ, জমে যায় নিঃশব্দ।
গোলাপ ঠোঁটে লুকিয়ে রাখে শত কথার ঝর্ণা,
যা বলা হয় না মুখে, তা হাসিতে খেলে সোনা।
পাতলা গড়নে বাতাস চলে নরম পাতার মতো,
চলন তার ছন্দে বাঁধা, হারিয়ে যায় যত।
কোকড়ানো বাদামি চুল, কোমর ছুঁয়ে বয়,
সে যেন শরতের মেঘ — বৃষ্টি না হলেও রয়।
তুলি, সে নিজেই কবিতা,
কোনো কাব্য না পড়েও যাকে পড়ে যায় হৃদিতা।
সে নিজের ছায়া আঁকে আলোর প্রলেপে,
সে বলে —
“আমি কারো তুলনা নই, আমি তুলি, নিজের রূপেই জেগে।”