
ওই উঁচু পাহাড়, মেঘে মাথা তার ঠেকে,
বরফের সাদা রেখা, আছে চূড়া এঁকে।
যেন ধ্যানমগ্ন যোগী, যুগ যুগ ধরে,
আকাশের সাথে কথা কয়, চুপটি করে।
নীচেতে সবুজ ঢাল, ঘাসে মোড়া জমি,
বাতাসে গাছের পাতা, ওঠে চুমি চুমি।
মাঝখানে একা বৃক্ষ, যেন কোনো প্রহরী,
শান্ত সে পরিবেশ, মন করে হরণী।
দূরের ঐ গ্রাম, আবছায়া লাগে চোখে,
যেন এক স্বপ্নপুরী, আঁকা আলোখে।
এসেছে এখানে যারা, নয়নের তৃষা মেটে,
প্রকৃতির এই রূপ, প্রাণে দোলা দেয় বটে।
মন ছুঁয়ে যায় এই স্নিগ্ধতা, এই নীরবতা,
ভুলে যাই জীবনের যত শত ব্যথা।
এমনই হোক আমাদের প্রতিটি ক্ষণ,
প্রকৃতির কোলে যেন জুড়ায় এ মন।
