
সাদা পাপড়ি, যেন স্নিগ্ধতারই হাসি,
ধূসর আভার মাঝে শান্তি রাশি রাশি।
মাঝখানে ওই সোনারেণুর মেলা,
ভালোবাসার উষ্ণতা, যেন প্রথম খেলা।
সুবর্ণ পরাগে আশা করে ঝিকমিক,
গভীরেতে লালে প্রণয় হয় নির্ভীক।
সবুজ পাতার ভিড়ে, এ ফুল যে একা,
প্রকৃতির ক্যানভাসে এক প্রেমের লেখা।
এই শুভ্রতা মিলন গানের সুর,
মনকে করে পবিত্র, মুছে দেয় দূর।
বাতাসে দোলে যখন, মৃদু তালে তালে,
যেন সে ভালোবাসা সবার কানে বলে।
প্রতিটি ভাঁজেতে যেন মমতার বাঁধন,
দেখি তার রূপে সৃষ্টির আরাধন।
যে দেখেছে এই ফুল, সেই তো জেনেছে,
ভালোবাসা আর প্রকৃতি একই সুরে মেতেছে।
এই ফুলের মতো হোক জীবন সবার,
শান্তি আর প্রেমে পূর্ণ, নেই তো আঁধার।
প্রকৃতির কোলে মিশে, হৃদয় উঠুক ভরে,
ভালোবাসা বেঁচে থাক সবার অন্তরে।





