22SAS
Wellknown Ace
শুধু জীবনানন্দই হাঁটেননি সহস্র বছর বনলতা সেনের খোঁজে,
এই পৃথিবীর ধুলোয় এখনো হাঁটে,
সহস্র পুরুষ, সহস্র নারী,
তাদের চোখে ক্লান্তি, মনে অদেখা কোনো মুখের রেশ।
কেউ খোঁজে বৃষ্টিভেজা বিকেলের গন্ধে হারানো ভালোবাসা,
কেউ খোঁজে শহরের ভিড়ে এক নিঃশব্দ দৃষ্টি,
কেউ বা গ্রামের ধানখেতে ফেলে আসা এক নাম,
যা আজও বাতাসে ডাকে,
"ফিরে এসো..."|
সময় থেমে থাকে না,
তবু ভালোবাসারা থেমে থাকে কোথাও,
হৃদয়ের গোপন অলিন্দে,
যেখানে জীবনানন্দের ছায়া
এখনো হাঁটে,
আর তার পাশে হাঁটে আমরা,
সহস্র মানুষ, সহস্র আত্মা,
অমর এক বনলতা সেনের খোঁজে।
এই পৃথিবীর ধুলোয় এখনো হাঁটে,
সহস্র পুরুষ, সহস্র নারী,
তাদের চোখে ক্লান্তি, মনে অদেখা কোনো মুখের রেশ।
কেউ খোঁজে বৃষ্টিভেজা বিকেলের গন্ধে হারানো ভালোবাসা,
কেউ খোঁজে শহরের ভিড়ে এক নিঃশব্দ দৃষ্টি,
কেউ বা গ্রামের ধানখেতে ফেলে আসা এক নাম,
যা আজও বাতাসে ডাকে,
"ফিরে এসো..."|
সময় থেমে থাকে না,
তবু ভালোবাসারা থেমে থাকে কোথাও,
হৃদয়ের গোপন অলিন্দে,
যেখানে জীবনানন্দের ছায়া
এখনো হাঁটে,
আর তার পাশে হাঁটে আমরা,
সহস্র মানুষ, সহস্র আত্মা,
অমর এক বনলতা সেনের খোঁজে।