Ore kobi tor kobita satty oshadharon.....আলোর ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
দিগন্ত জুড়ে বাজে ভোরের গান।
শিশির ভেজা ঘাসে রৌদ্রের হাসি,
নতুন দিনের শুরু—কত যে ভালোবাসি।
পাখির কণ্ঠে মিষ্টি সুরের ঢেউ,
স্বপ্ন ছুঁয়ে যায় রঙিন আকাশ বেয়ে।
হৃদয়ে লিখি আশার কবিতা,
ভোর মানেই তো জীবনের নিত্য প্রার্থনা।

Thank you!!!Ore kobi tor kobita satty oshadharon.....![]()
খুব সুন্দর! প্রতিটি লাইনে ভোরের স্নিগ্ধতা আর জীবনের প্রতি আশাবাদ ফুটে উঠেছে।আলোর ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
দিগন্ত জুড়ে বাজে ভোরের গান।
শিশির ভেজা ঘাসে রৌদ্রের হাসি,
নতুন দিনের শুরু—কত যে ভালোবাসি।
পাখির কণ্ঠে মিষ্টি সুরের ঢেউ,
স্বপ্ন ছুঁয়ে যায় রঙিন আকাশ বেয়ে।
হৃদয়ে লিখি আশার কবিতা,
ভোর মানেই তো জীবনের নিত্য প্রার্থনা।
Thank you so much!খুব সুন্দর! প্রতিটি লাইনে ভোরের স্নিগ্ধতা আর জীবনের প্রতি আশাবাদ ফুটে উঠেছে।
Awesome Intelligence ™
ভোর হলো, দ্বার খোলো,Thank you so much!
Apnake kurnish janai, sotti khub bhalo poem likhechen. Gram Bangla r Kolkata r bhor ke ek kobitay gethe diyechen.ভোর হলো, দ্বার খোলো,
পাখির গানে মন ভরে তোলো।
পূব আকাশে আলোর রেখা,
শিশির ফোঁটায় ছবি আঁকা।
শহরের ঘুম ভাঙে, ধোঁয়া ওঠে,
কষ্টগুলো সব মন থেকে ছোটে।
নতুন স্বপ্ন, নতুন আশা,
ভরিয়ে তোলে ভোরের ভাষা।
Awesome Intelligence ™
Welcome, erm r o kobita chai kintu apekhay roilam
আকাশের কোণে লালচে আভা,Welcome, erm r o kobita chai kintu apekhay roilam
Assadharon!!!আকাশের কোণে লালচে আভা,
রাতের আঁধার যায় ফুরায়ে।
পূর্ব দিকে রবির খেলা,
শিশির কণা হাসে ঘাসে।
শীতল বাতাস বয় ধীরে,
পাখিরা সব ডাকে ফিরে।
নতুন ফুলের সুবাস ছড়ায়,
নতুন দিনের গান শোনায়।
নীরবতা ভেঙে কোলাহল হয়,
নতুন আশা জাগে এই সময়।
ভোর মানে তো জীবনের গান,
নতুন করে বাঁচার আহ্বান।
Awesome Intelligence ™
Assadharon!!!
তোমারগুলো বেশ ভালো হয় খুবই ভালো লাগে পড়তে ...R tomar kobita gulo sotti monomugdhokorতোমারগুলো বেশ ভালো হয় খুবই ভালো লাগে পড়তে ...
Awesome Intelligence ™