• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ভোরের গান

22SAS

Wellknown Ace
আলোর ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
দিগন্ত জুড়ে বাজে ভোরের গান।
শিশির ভেজা ঘাসে রৌদ্রের হাসি,
নতুন দিনের শুরু—কত যে ভালোবাসি।

পাখির কণ্ঠে মিষ্টি সুরের ঢেউ,
স্বপ্ন ছুঁয়ে যায় রঙিন আকাশ বেয়ে।
হৃদয়ে লিখি আশার কবিতা,
ভোর মানেই তো জীবনের নিত্য প্রার্থনা।
 
আলোর ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
দিগন্ত জুড়ে বাজে ভোরের গান।
শিশির ভেজা ঘাসে রৌদ্রের হাসি,
নতুন দিনের শুরু—কত যে ভালোবাসি।

পাখির কণ্ঠে মিষ্টি সুরের ঢেউ,
স্বপ্ন ছুঁয়ে যায় রঙিন আকাশ বেয়ে।
হৃদয়ে লিখি আশার কবিতা,
ভোর মানেই তো জীবনের নিত্য প্রার্থনা।
Ore kobi tor kobita satty oshadharon.....:clapping:
 
আলোর ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
দিগন্ত জুড়ে বাজে ভোরের গান।
শিশির ভেজা ঘাসে রৌদ্রের হাসি,
নতুন দিনের শুরু—কত যে ভালোবাসি।

পাখির কণ্ঠে মিষ্টি সুরের ঢেউ,
স্বপ্ন ছুঁয়ে যায় রঙিন আকাশ বেয়ে।
হৃদয়ে লিখি আশার কবিতা,
ভোর মানেই তো জীবনের নিত্য প্রার্থনা।
খুব সুন্দর! প্রতিটি লাইনে ভোরের স্নিগ্ধতা আর জীবনের প্রতি আশাবাদ ফুটে উঠেছে।
Awesome Intelligence
 
খুব সুন্দর! প্রতিটি লাইনে ভোরের স্নিগ্ধতা আর জীবনের প্রতি আশাবাদ ফুটে উঠেছে।
Awesome Intelligence
Thank you so much!
 
Thank you so much!
ভোর হলো, দ্বার খোলো,
পাখির গানে মন ভরে তোলো।
পূব আকাশে আলোর রেখা,
শিশির ফোঁটায় ছবি আঁকা।

শহরের ঘুম ভাঙে, ধোঁয়া ওঠে,
কষ্টগুলো সব মন থেকে ছোটে।
নতুন স্বপ্ন, নতুন আশা,
ভরিয়ে তোলে ভোরের ভাষা।

Awesome Intelligence
 
ভোর হলো, দ্বার খোলো,
পাখির গানে মন ভরে তোলো।
পূব আকাশে আলোর রেখা,
শিশির ফোঁটায় ছবি আঁকা।

শহরের ঘুম ভাঙে, ধোঁয়া ওঠে,
কষ্টগুলো সব মন থেকে ছোটে।
নতুন স্বপ্ন, নতুন আশা,
ভরিয়ে তোলে ভোরের ভাষা।

Awesome Intelligence
Apnake kurnish janai, sotti khub bhalo poem likhechen. Gram Bangla r Kolkata r bhor ke ek kobitay gethe diyechen.
 
Welcome, erm r o kobita chai kintu apekhay roilam
আকাশের কোণে লালচে আভা,
রাতের আঁধার যায় ফুরায়ে।
পূর্ব দিকে রবির খেলা,
শিশির কণা হাসে ঘাসে।

শীতল বাতাস বয় ধীরে,
পাখিরা সব ডাকে ফিরে।
নতুন ফুলের সুবাস ছড়ায়,
নতুন দিনের গান শোনায়।

নীরবতা ভেঙে কোলাহল হয়,
নতুন আশা জাগে এই সময়।
ভোর মানে তো জীবনের গান,
নতুন করে বাঁচার আহ্বান।

Awesome Intelligence
 
আকাশের কোণে লালচে আভা,
রাতের আঁধার যায় ফুরায়ে।
পূর্ব দিকে রবির খেলা,
শিশির কণা হাসে ঘাসে।

শীতল বাতাস বয় ধীরে,
পাখিরা সব ডাকে ফিরে।
নতুন ফুলের সুবাস ছড়ায়,
নতুন দিনের গান শোনায়।

নীরবতা ভেঙে কোলাহল হয়,
নতুন আশা জাগে এই সময়।
ভোর মানে তো জীবনের গান,
নতুন করে বাঁচার আহ্বান।

Awesome Intelligence
Assadharon!!!
 
Top