• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

দলছুটের কাহিনী

চালচিত্র এখন বলে একটা অঞ্জন দত্তের সিনেমা বেরোচ্ছে না?
 
দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহঃ ।
বীত রাগ ভয় ক্রোধঃ স্থিতধীঃ মুনিঃ উচ্যতে।।
 
Last edited:
দিনটা খানিকটা স্থবির।ভাবলাম ZOZO বাংলা রুমের একটু শ্রেণীবদ্ধ কিছু করা যাক। তারপর ল্যাদ লাগলো ঘুমিয়ে পড়লাম
 
তবে, বিরুদ্ধমত সবসময় সৌন্দর্যের প্রতীক। কারো সাথে আমার মত মিলছে না বলে আমি তার অনিষ্ট চাইব, তার কন্ঠরোধ করব - এমন শয়তানি মনোভাব পরিত্যাজ্য।
 
রাত নিঝুম। উমাশংকর বাবুর বাড়ি হইতে বাহির হইতে উহাদের দেরিই হইয়া গিয়াছে। চারদিক তাকিয়া কোথাও মোটরের খোঁজ পাইল না ব্যোমকেশ।
অজিত বলিল "ভায়া এতটা পথ হেঁটে যাই কীকরে বলত? সাথে আবার বৌঠান রয়েছেন, এই যুদ্ধের সময় মোটর গুলোও সন্ধ্যা হতে না হতেই গর্তে সেঁধিয়ে যায়। তোমাকে বারবার বললাম..."
ব্যোমকেশ বলিল "আহহহ তুমি একটু থামবে?কিছু না কিছু পেয়ে যাব, তিষ্ঠ"
সত্যবতী বলিল "ইনকা ইয়ে হালাত কা কারণ সাধারণ অটো অ্যাপ, ইনহে চাহিয়ে গ্যারান্টিড অটো মাতলাব র‍্যাপিডো অটো, পাঁচ মিনিট মে মিলেগা। র‍্যাপীডো অটো মতলব গ্যারান্টিড অটো"
না মানে তেমন কিছু না, ইউটিউবে অনেক দিন পর একটা অডিও স্টোরি শুনছিলাম।
 
Bhalo..aro likhte thakun ar jante thakun user gulo keno eto nirbodh
আমার জীবনের একটাই লক্ষ্য, CHATZOZO র user রা কেন এতো নির্বোধ সেটা জানা।
"কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই" :angel:
 
লেখাটা ভালো হয়েছে যদিও...তবে আরো লেখো
 
আচ্ছা চলি। একঘেয়ে লাগছে। একইরকম হাস্যরস। একইরকম অপূর্ণতা। এখানে আসার পর আরো বদ্ধমূল ধারণা হয়েছে বিবাহবিচ্ছেদ আরো বেশি হওয়া উচিত।
আমার জন্যে কারোর মনে আঘাত তাঘাট লাগলে, ভবিতব্য মেনে নিয়ে ভুলে যাওয়াই শ্রেয়।
বিদায়
নাঃ ,থিয়েটার দেখা কমাতে হবে। মেলোড্রামাটিক তাও আবার ZOZO তে...পাগল করে দে মা কাগজ কুড়ায়ে খাই
 
Top