রঙ তুলি হাতে যখন বসি, চোখে কাশ্মীরের ছবি,
ডাল লেকের জলে আঁকি আকাশের সুরভি।
হাজারো শেডের নীল আর সবুজ, পাহাড়ের গায়ে মিশে,
আমার চোখে ধরা দেয় যেন এক নতুন ভবিষ্যে।
ক্যানভাসের সাদা জমিনে ফোটে বরফের ধ্রুবতা,
শিকারার ছায়া, আলোর রেখা, সব যেন এক কবিতা।
পশমিনার নরম বুনোট, তুলির আঁচড়ে খেলা,
প্রতিটি রেখায়...