jøkër
Wellknown Ace
সব ছবিরই একটা করে গল্প থাকে, এটারও আছে । কলেজস্ট্রীট এর মোড়ে একটা দোকানে দুজনে এগ চিকেন রোল সাঁটাচ্ছিলাম । আরেকজন তখন আমার প্রেমিকা বর্তমানে আমার বাড়ির মালকিন ()।এদের দুজনকেও অফার করলাম কিন্তু ব্যাটারা শুধু চিকেন টুকু সাবাড় করে চোখের আড়াল হলো। আমি যথারীতি একটা চা শেষ আরেকজনকে বগল দাবা করে , হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে দু পা এগিয়ে দেখি ফুটপাতের ওপর দুই ব্যাটা নিশ্চিন্তে ঘুম দিচ্ছে । কি আর করি , বিরক্ত না করে এদের দুজনকে ক্যামেরাবন্দি করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন এদের ক্যামেরাবন্দি না করলে হয়তো সেদিন আমাদের স্মৃতি টুকুও এতো ভালো করে মনে রইতো না ।
Last edited: