ঘৃণা, এই অনুভূতি টা কোনো বিচ্ছিন্ন অনুভূতি নয়, হতে পারে না। সাধারণত, একজন মানুষ অন্য জনকে শুধু ঘৃণা করতে পারে না। মানুষ মানুষ কে শুধু অপছন্দ করতে পারে কিন্তু ঘৃণা করতে পারে না।
ঘৃণা হলো ভালোবাসার বিপরীত পিঠ, একটা কয়েনের দুটো পিঠ। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটা উপলব্ধি করেছি যে, মানুষ একমাত্র তাকেই ঘৃণা করতে পারে, যাকে সে ভালবেসেছিল। ভালো না বাসতে পারলে, ঘৃণা ও করতে পারা যায় না। ভালোবাসা যত গভীর তার ঘৃনা ও ততটাই ভয়ংকর।
ভালোবাসা হলো, তার কথা মনে পড়লেই, শুধু তার দেওয়া মধুর স্মৃতি গুলো মনে পড়া, আর দোষ ত্রুটি গুলো কে, আন দেখা করে ফেলা। যদিও এগুলো করব বলে কেউ করে না, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আর ঘৃণা হলো সেই অনুভূতি, যেখানে তার কথা মনে পড়লে, তার ভালো গুলো মনে স্থায়ীত্ব পায় না, শুধু তার কঠোর, নির্মম দিক টা চোখে ভেসে ওঠে, তাকে আর পেতে ইচ্ছে করে না বরং দূরে থাকা টা মঙ্গল ও শান্তির মনে হয়। তাকে বিষ এর মত লাগে, বার বার নিজেকেই নিজে প্রশ্ন করা শুরু করে, এর সঙ্গে আমার কেনো পরিচয় হলো? না হলেই তো ভালো হতো।
কিন্তু মজার ব্যাপার হলো, ঘৃণা করার জন্য ও মানুষ কে মনে করতে হয়, তার কথা মনে পড়বেই। যদিও না পড়লেই ভালো।
ঘৃণা হলো ভালোবাসার রূপান্তর মাত্র। ভালো না বাসলে ঘৃণা করা যায়না। আবার, ঘৃণা ও স্থায়ী না, যে ঘৃণা বয়ে নিয়ে বেড়ায় সে জানে, পুনঃ রূপান্তর সম্ভব। কারণ যার উৎস টাই ভালোবাসা, তার লয় ও হবে ভালোবাসা তেই।
©ভূত
ঘৃণা হলো ভালোবাসার বিপরীত পিঠ, একটা কয়েনের দুটো পিঠ। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটা উপলব্ধি করেছি যে, মানুষ একমাত্র তাকেই ঘৃণা করতে পারে, যাকে সে ভালবেসেছিল। ভালো না বাসতে পারলে, ঘৃণা ও করতে পারা যায় না। ভালোবাসা যত গভীর তার ঘৃনা ও ততটাই ভয়ংকর।
ভালোবাসা হলো, তার কথা মনে পড়লেই, শুধু তার দেওয়া মধুর স্মৃতি গুলো মনে পড়া, আর দোষ ত্রুটি গুলো কে, আন দেখা করে ফেলা। যদিও এগুলো করব বলে কেউ করে না, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আর ঘৃণা হলো সেই অনুভূতি, যেখানে তার কথা মনে পড়লে, তার ভালো গুলো মনে স্থায়ীত্ব পায় না, শুধু তার কঠোর, নির্মম দিক টা চোখে ভেসে ওঠে, তাকে আর পেতে ইচ্ছে করে না বরং দূরে থাকা টা মঙ্গল ও শান্তির মনে হয়। তাকে বিষ এর মত লাগে, বার বার নিজেকেই নিজে প্রশ্ন করা শুরু করে, এর সঙ্গে আমার কেনো পরিচয় হলো? না হলেই তো ভালো হতো।
কিন্তু মজার ব্যাপার হলো, ঘৃণা করার জন্য ও মানুষ কে মনে করতে হয়, তার কথা মনে পড়বেই। যদিও না পড়লেই ভালো।
ঘৃণা হলো ভালোবাসার রূপান্তর মাত্র। ভালো না বাসলে ঘৃণা করা যায়না। আবার, ঘৃণা ও স্থায়ী না, যে ঘৃণা বয়ে নিয়ে বেড়ায় সে জানে, পুনঃ রূপান্তর সম্ভব। কারণ যার উৎস টাই ভালোবাসা, তার লয় ও হবে ভালোবাসা তেই।
©ভূত


